সিটি মেয়র বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর একটি অভিজাত হোটেলে ‘‘নগর সুশাসন প্রতিষ্ঠায় জনঅংশগ্রহণ ও সাড়াদান’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আতন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তর ও মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় নাগরিক ফোরাম-খুলনা এ কর্মশালার আয়োজন করে।
নাগরিক ফোরাম-খুলনার চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম-এর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। কর্মশালায় কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাস, রুমা খাতুন, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও নাগরিক ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন নাগরিক ফোরামের মহাসচিব প্রদ্যুৎ রুদ্র চৈতী ও রূপান্তর-এর কর্মকর্তা শাহাদাৎ হোসেন বাচ্চু। পরে মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তা রাজিব আহমেদ-এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
(2)