ভারপ্রাপ্ত মেয়র রবিবার সকালে নগর ভবনে কেসিসি’র বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে পৃথক পৃথকভাবে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি সকল উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। কেসিসি’কে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার বিষয়ে সতর্ক করেন এবং কেসিসি’র মর্যাদা ক্ষুন্ন বা বিনষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার আহবান জানান।
দুপুর ১২টায় ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাস কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এ সময় কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির চেয়ারম্যান কাউন্সিলর আলহাজ্ব কেএম হুমায়ুন কবীর, কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, মোঃ ফারুক হিল্টন, এস এম হুমায়ুন কবির, শেখ ইউনুস আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, কঞ্জারভেন্সী অফিসার আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার এস কে এম তাছাদুজ্জামান, মোঃ আব্দুর রাকিব, নুরুন্নাহার এ্যানী, মোঃ জিয়াউর রহমান, সিএসআই মোঃ তানভিনুল ইসলাম, এস এম শহিদুল ইসলাম, উজ্জ্বল কুমার সাহা প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় ভারপ্রাপ্ত মেয়র কেসিসি’র পূর্ত বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় কেসিসি’র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, মোঃ আব্দুল আজিজ, জাহিদ হোসেন শেখ, আর্কিটেক্ট রেজবিনা খানম, সহকারী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, শেখ মোহাম্মদ হোসেন সহ উপ-সহকারী প্রকৌশলী ও কার্য সহকারীগণ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় তিনি রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, রাজস্ব কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান খান, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মোজাম্মেল হক মিলন, বাজার সুপার গাজী সালাউদ্দিন, লাইসেন্স অফিসার মোঃ হাফিজুর রহমান চৌধুরী, কাজী মোঃ ইমরুল হাসান, ডিসিটি শেখ মোকারম হোসেন, তপন কুমার নন্দী, প্রণব কুমার ঘোষ, এসিটি মশিয়ার রহমান খান টিটো, এ্যাসেসর খান হাবিবুর রহমান, মোঃ রবিউল ইসলাম, শেখ মোঃ দেলওয়ার হোসেন, প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
(1)