তিনি বলেন, সত্যি বলতে কি, আমি তাদের কথার গুরুত্ব দিই না। আমরা আর্জেন্টাইনরা ফুটবল নিয়ে খুবই আবেগতাড়িত। এমন কিছু মানুষ আছে যারা শুধু আমাদের সমালোচনা করে। দেশের হয়ে যারা খেলে তাদের তারা সম্মান দিতে জানে না।’
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা করেন না বলে জানালেন লিওনেল মেসি। এমনকি, রোনালদোও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে না বলে মনে করেন তিনি।
গত এক দশকে তাদের নিয়ে বিতর্কের শেষ নেই। গত ৭ বছর ফিফা ব্যালন ডি’অর তারা দুজনে মিলে জিতেছেন। দুই খেলোয়াড়ের ভক্তরা তাদের প্রিয় তারকাকে সেরা প্রমাণ করতে অনেক কিছুই করেন। তারা দুজন আগেই জানিয়েছেন, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।
মেসি আবারও বললেন, রোনালদোর সঙ্গে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। বার্সেলোনার এ আর্জেন্টাইন স্ট্রাইকার বলেন, ‘অনেকেই এমন কথা বলে। কিন্তু আমি কখনও রোনালদোর সঙ্গে প্রতিযোগিতা করি না। সেও সম্ভবত আমার সঙ্গে প্রতিযোগিতা করে না। আমি শুধু দলের ভাল কিছুর জন্য খেলি। সেও তার দলের ভালর জন্য খেলে।’ ইনজুরির কারণে মাঠের বাইরে এখন মেসি। ক্লাবের হয়ে সর্বশেষ দুই ম্যাচ তিনি খেলতে না পারলেও তার দল জিতেছে।
২১ নভেম্বর তার দল রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সফর করবে। উত্তেজনায় টইটুম্বুর এল-ক্লাসিকো ম্যাচ নিয়ে আলোচনার শেষ নেই। কিন্তু ওই ম্যাচে খেলার জন্য তাড়াহুড়া করে সুস্থ হতে চাচ্ছেন না মেসি। রবং ডাক্তার যেদিন পুরোপুরি সুস্থ হওয়ার কথা বলবেন তখনই তিনি মাঠে নামবেন।
২৮ বছর বয়সী এ স্ট্রাইকার বলেন, ‘যখন আমি সুস্থ হবো এবং ডাক্তার বললে তখনই আমি মাঠে নামবো। ডাক্তার যদি আজই আমাকে বলেন, তুমি সুস্থ হয়ে গেছ, তাহলে আগামীকালই মাঠে নামবো। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। সুস্থ হওয়ার জন্য কখনও কোন টার্গেট ঠিক করি না। আগেও একই কথা বলেছি। কারণ, ইনজুরি থেকে সেরে ওঠা আমার হাতে নয়। তবে দ্রুত ফেরার জন্য চেষ্টা করতে পারি।’
তবে সুস্থ হয়ে মাঠে ফিরলেও মেসি কি এবার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেকে আর্জেন্টাইন সমর্থকদের সমালোচনা থেকে রেহাই দিতে পারবেন- এমন প্রশ্নই এখন অনেকের মনে।
(0)