রূপসা প্রতিনিধিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, স্বাধীনতার ৪৯ বছর পার হলেও আজ শেখ মুজিবকে নিয়ে ষড়যন্ত্র চলছে। বিশ্বের মানচিত্রে মাথা উচু করে বাংলাদেশের নাম বলতে পারছি শেখ হাসিনা সরকারের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যহত রয়েছে বলে।
বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নিয়েও ষড়যন্ত্র চলছে। অথচ শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিগত যে কোন সরকারের উন্নয়নকে হার মানিয়েছে।
তিনি আজ ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় তিনি পল্লী বিদ্যুতের নব নির্মিত সেনের বাজার জোনাল অফিস কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহম্মেদ, পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী আজিজুস সালাম, রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন, চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি। বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ ফ ম আ: সালাম, আইযুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা, জাহাঙ্গীর হোসেন মুকুল, ইমদাদুল ইসলাম, মোতালেব হোসেন, এবিএম কামরুজ্জামান, এস এম হাবীব, মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান লিটন, শেখ মো: মারুফ, তাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।
অপর দিকে বিকালে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরাল এর ভিত্তি প্রস্থর স্থাপন এবং গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শ্রীফতলা ইউনিয়ন পরিষদ আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন।
ইউপি চেয়ারম্যান এসহাক সরদারের সভাপতিত্বে ও ইউপি সদস্য কামরুল ইসলাম সরদার ও বাসুদেব রায় চৌধুরীর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক ইমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব,
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ^াস, সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা নাসির হোসেন সজল, যুবলীগ নেতা আশিষ রায়, শাহনেওয়াজ কবির টিংকু, মুছা লস্কর,হাসান সরদার, এহতেশামুল হক অপু, জাফর সরদার প্রমুখ।
(2)