সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত ‘সিং ইজ ব্লিং’ এবং একটি মালায়লাম ছবিতে ‘স্পেশাল এপিয়ারেন্স’-এর পর এবার নিজের স্বামীর ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করবেন ইন্দো-কানাডিয়ান বংশদ্ভূত অভিনেত্রী সানি লিওন!
এতদিন সানি লিয়নের ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সে অভিনয় করতেন স্বামী ডেনিয়েল ওয়েবার। এবার তার ছবিতে বিশেষ উপস্থিতি থাকবে সানি লিয়নে! যদিও সানির স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকছে কিনা সে বিষয়ে পরিস্কার করে কিছু বলেনি ডেনিয়েল। এ বিষয়ে সানি বলেন, যদি ডেনিয়েল ছবিটি করতে বলেন, তিনি অবশ্যই করবেন। ডেনিয়েল ওয়েবারকে অনস্ক্রিনে তার বেশ মিষ্টি লাগে। এবার দেখা যাক দর্শক তাকে কীভাবে নেয়।
উল্লেখ্য, ‘বিগ বস ৫’-এর মাধ্যমে বলিউডে প্রবেশ করেন সানি লিওন। এরপর জিসম-২ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রেও অভিষেক ঘটে তার। বেশকিছু ছবি বাণিজ্যিকভাবে সফল না হতে পারলেও ‘এক পেহলি লীলা’ বক্স অফিসে ভালো ব্যবসাই করেছে। পর্নো শিল্পের সাথে জড়িত থাকায় এখন পর্যন্ত বলিউডে তার বিপরীতে প্রথম সারির কোনো অভিনেতাকে না পেলেও শীঘ্রই নাকি সে খরাও ঘুচতে যাচ্ছে তার। এই সময়ের বলিউডের অন্যতম রোমান্টিক হিরো রনবীর কাপুরের বিপরীতে করতে পারেন অভিনয়! এছাড়াও সম্প্রতি সেন্সর বোর্ডে প্রায় ৬ মাস আটকে থাকার পর ছাড়পত্র পেয়েছে সানি অভিনীত ছবি মাস্তিজাদে।
(7)