খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিখি এবং পরবর্তীতে সেই শিক্ষা আমাদের জীবনে অনুশীলন করি বা বাস্তবায়ন করি। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা।
দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার মূল হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ; স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ। আমাদেরকে স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হলে স্মার্ট নাগরিক অর্থাৎ দক্ষ জনশক্তিতে পরিনত হতে হবে। সে জন্য স্মার্ট বাংলাদেশ গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই।
তিনি বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প (বিভাগীয় কমিশনারের কার্যালয়) খুলনা আয়োজিত ইভেন্ট এন্ড ক্যাটারিং ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রশিক্ষণটি চলতি মাসের ১৫ তারিখ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণটি বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) শেষ হয়। এ প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০টি জেলার নাজির, সহকারী নাজির, বিভাগীয় কমিশনার অফিসের অফিস সহকারি, উদ্যোক্তা, শিক্ষার্থী, ফটোগ্রাফার এবং সংবাদকর্মী অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর্স সমন্বয়ক আবু সায়েদ মো. মনজুর আলম (উপসচিব)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান খান।
সমপানী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মেহেরপুর ডিসি অফিসের নাজির মো. আফতাব আলী খাঁন এবং খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নুপুর খানম।
(35)