শনিবার সকালে, জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
প্রতিনিয়তই ঘটছে এমন দুর্ঘটনা। দিনে দিনে বাড়ছে যার সংখ্যা।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, দেশে গত বছর এমন দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৫৮১টি। আর এতে প্রাণ হারান ৮ হাজার ৬৪২ জন। আর আহত হন ২১ হাজার ৮৫৫ জনের মতো।
সমিতি বলছে, সারা দেশে চলাচল করে ৩ লাখ ফিটনেসবিহীন যানবাহন। সেই সাথে মহাসড়কে চলাচল করে নসিমন করিমনের মতো আরও ১০ লাখ অবৈধ্য যান। ক্রটিপূর্ণ এসব যান গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সম্মুখিন হয় দুর্ঘটনার। এছাড়া মহাসড়কের বিপদজনক বাঁক, চালকের অদক্ষতাও দুর্ঘটনার অন্যতম কারণ।
দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের ফিটনেস নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি বলে মনে করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
(4)