আপনার বা আপনার কোনও নিকট আত্মীয়ের মস্তিষ্কে ধীরে ধীরে বাসা বাঁধছে অ্যালঝাইমার? বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তির হাঁটার ধরন দেখে। নিউরোলজি জার্নালের অনলাইন ইস্যুতে গোটা সমীক্ষা রিপোর্টটি প্রকাশিত হয়েছে।
সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, একজন প্রৌঢ় ও বৃদ্ধ ব্যক্তি কী রকম গতিতে হাঁটছেন, তা দেখেই ধারণা পাওয়া যায়, তিনি অ্যালঝাইমারের শিকার হতে চলেছেন কিনা।
ফ্রান্সের তলাস ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসা বিজ্ঞানী নাতালিয়া দেল ক্যাম্পো সাম্প্রতিক অ্যালঝাইমার আক্রান্ত রোগীদের উপর দীর্ঘ পরীক্ষার পর দেখেছেন, মাঝ বয়সি কোনও ব্যক্তির হাঁটার গতি যদি ধীরে ধীরে কমতে থাকে। সাধারণের তুলনায় ধীর গতি হয়ে যান, তাহলে অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ হাঁটার গতি কমে যাওয়া অ্যালঝাইমারের একেবারে প্রাথমিক লক্ষণ।
দেল ক্যাম্পোর কথায়, তৎক্ষণাৎ ভুলে যাওয়ার পাশাপাশি কোনও ব্যক্তির হাঁটার গতিও হঠাৎ কমে যায়, তাহলে ওই ব্যক্তির অ্যালঝাইমার আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।
১২৮ জন ব্যক্তি, যাদের গড় বয়স ৭৬ বছর, তাদের উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, তাদের ভুলে যাওয়ার সমস্যা নেই, মস্তিষ্কেরও কোনও সমস্যা নেই, স্রেফ হাঁটার গতি এতটাই কমে গেছে ও অসংলগ্ন হয়ে পড়েছে, যা অ্যালঝাইমারের লক্ষণ।
(2)