এ ঘটনায় অন্তত ৪০ বাংলাদেশি আহত হয়েছে। তবে আহত বাংলাদেশিরা সবাই শঙ্কামুক্ত বলে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করেছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি জানান, বেশিরভাগ বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে, মসজিদের তৃতীয় তলার ওপর ক্রেনটি ভেঙে পড়ে। হজ উপলক্ষ্যে সেখানে মুসল্লির সংখ্যা ছিল অনেক বেশি। মহাপরিকল্পনার অংশ হিসেবে এই মসজিদের সম্প্রসারণ কাজ চলছে বেশ কয়েক বছর ধরে। ব্যপক ঝড়-বৃষ্টির কারণেই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। আহতদের চিকিৎসা দিতে মক্কার হাসপাতালগুলোতে জরুরি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।
(0)