খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ফুলবাড়ীগেটস্থ ল্যাবরেটরি ঢালীবাড়ী হযরত গওসুল আযম নকশ্বন্দী মোজাদ্দেদী খুলনবী(রঃ)এর ৭০তম বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় গতকাল ১৫ মার্চ বুধবার বার্ষিক ফাতেহা শরীফ শতশত ভক্ত আশেকান ও শুভাকাংখির উপস্থিতিতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে গত ১৪ মার্চ মঙ্গলবার যোহরের পর থেকে সুরা-কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা, মাগরিববাদ বাৎসরিক মাহফিলের বয়ান এবং আজ ১৫ মার্চ বুধবার সকাল থেকে কোরআন খানি এবং যোহরবাদ আখেরী মোনাজাত ও ঐতিহ্যবাহী মেজবানীর (তবারক)মধ্যে দিয়ে ৭০তম বার্ষিক ফাতেহা শরীফ শেষ হয়েছে।
ফাতেহা শরীফের আখেরী মোনাজাতে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় এবং সকলের কল্যাণে দোযা করা হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী। এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান খান খোকন, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আ্ব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহদাৎ হোসেন মিনা, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মরিনুজ্জামান মুকুল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. এমলাক ঢালী, প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ইউপি সদস্য জিএম এম এনামুল কবির, সাবেক মেম্বর ইকরাম হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, তরুন সমাজসেবক মো. ফয়সাল হোসেন, মাওলানা আবুল কাশেম, হাফেজ রাজু আহম্মেদ, হাফেজ মাও. আকরাম হোসেন, হাফেজ নুরুল আমিন, হাফেজ মোখলেসুর রহমান, হাফেজ আরাফাত হোসেন ছোট বাবু, হাফেজ সালমান হোসেন ফাহিম, ঢালীপাড়া মসজিদের ইমাম আফজাল হোসেন, আ’লীগ নেতা এস এম ইসহাক হোসেন, মোড়ল মুজিবর রহমান, কাজী মঈনুল ইসলাম, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফরহাদ হোসেনসহ ধর্মীয় আলেম ওলামা, এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, আইন শৃংখলা বাহিনীর সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতশত ভক্তগণ উপস্থিত ছিলো।
উল্লেখ্য মরহুম ফকির আব্দুল গফফর (গহর) ঢালী ১৯৫৩ সালের ৩০ ফাল্গুন থেকে এই রেওয়াজ চালু করেন। বর্তমানে তার ছেলে আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই ফাতেহা শরীফ পালন করে আসছে।
(0)