হেল্প হোপ এন্ড এমপাওয়ারমেন্ট সংগঠনের সেবা প্রদান কর্মসুচির আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। গতকাল মহেশ্বরপাশা শহীদ জিয়া কলেজে দিনব্যাপি এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. মনিরুজ্জামান খান খোকন।
হেল্প হোপ এমপাওয়ারমেন্ট ওরগানাইজেশন এর প্রতিষ্ঠাতা মো. মফিজুর রহমান রনি’র সভাপতিত্বে সামাজিক সংগঠনের সেবা কার্যক্রমের উপর সংক্ষিপ্ত আলোচনা করে আলোর দিশা সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শেখ মাহাবুবুর রহমান মিঠু, হিসাব রক্ষক মো. সোহাগ হোসেন। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন মো. রানা খান।
এ সময় সংগঠনের হিসাব রক্ষক মো. আল আমিন(মাসুম), প্রচর সম্পাদক মো. মেহেদী হাসান, সহকারী সমীর বালা, সানজিদা আশা, ফাল্গুনীসহ হেল্প হোপ এমপাওয়ারমেন্ট ওরগানাইজেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণসহ অন্যান্যরা উপস্থিত ছিল।
মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সম্পুন্ন ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
(1)