অভিবাসন-প্রত্যাশী ১০৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমারে গেছেন।
বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান মেজর ইমরান উল্লাহ সরকার সকাল সাড়ে ১০টায় মিয়ানমার সীমান্ত থেকে জানান, ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুর ওপর দিয়ে তাঁরা হেঁটে মিয়ানমারের ঢেকিবুনিয়া ফাঁড়িতে পৌঁছান। অভিবাসন প্রত্যাশী ১০৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ওই ফাঁড়িতে তাঁরা মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠকে বসেছেন। দুপুর একটার দিকে তাঁরা অভিবাসন প্রত্যাশীদের নিয়ে বাংলাদেশ সীমান্তের ঘুমধুম বিজিবি ফাঁড়িতে ফিরে আসতে পারেন। এরপর আইনানুগ কার্যক্রম সম্পন্ন করতে অভিবাসন প্রত্যাশীদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করবেন।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গত ২১ মে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার জলসীমানা থেকে সে দেশের নৌবাহিনী ২০৮ জন এবং ২৯ মে ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। মিয়ানমারের দাবি, উদ্ধার করা ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক।-ব্রেকিংনিউজ
(0)