পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জটিলতা অবসানের পর আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শুরু হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম রোববার বলেন, কিছু জটিলতার যাচাই-বাছাই শেষে সমস্যা কমিয়ে আগামী ১৬ ডিসেম্বর থেকে আমরা বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করতে যাচ্ছি।
টেলিফোনে অপরাধের মাত্রা কমাতে নম্বরের মালিকের বৃদ্ধা আঙুলের ছাপ নিয়ে সিম রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করার জন্য বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। ওই দিন সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি চালু হবে।
গত ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের আঙুলের ছাপ দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক’র একটি সিম নিবন্ধনের মধ্যদিয়ে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির উদ্বোধন করেন
বর্তমানে বাংলাদেশ টেলিটকসহ ছয়টি মোবাইল ফোন অপারেটর রয়েছে। অন্য অপারেটরগুলো হচ্ছে- গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ও সিটিসেল।
(0)