২০২২ সালে বিশ্বে আনুমানিক তিন কোটি ৯০ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত ছিল
রাজনৈতিক সদিচ্ছা ও বৈষম্যহীন আইন চালু করা গেলে ২০৩০ সালের মধ্যে প্রাণঘাতী রোগ এইডস নির্মূল করা সম্ভব বলে জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতিসংঘের এইডস কর্মসূচি ইউএনএইডস এমন কথা জানায়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ।
সংস্থাটি বলছে, ২০২২ সালে বিশ্বে আনুমানিক তিন কোটি ৯০ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত ছিল। চিকিৎসা না হলে এইচআইভি এইডস রোগে রূপ নিতে পারে।
ইউএনএইডসের মতে, “যেসব দেশ নিজের দেশকে ভালো রাখার দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে, তাদের নেতৃত্ব অনুসরণ করে চললে আমাদের জন্য এর সমাধান আছে।”
সংস্থাটি বলছে, এইচআইভি নির্মূলে কার্যকরভাবে সাড়া দেওয়া বলতে অন্যান্য নানা উদ্যোগের মধ্যে বৈষম্যহীন আইন চালু এবং কমিউনিটি নেটওয়ার্ক আরও ক্ষমতাশালী করাকে বোঝায়।
ইউএনএইডসের প্রতিবেদনে বলা হয়, অনেক দেশেই এইচআইভি কিংবা এইডস আক্রান্তরা কলঙ্ক, বৈষম্য এবং সহিংসতার শিকার হয়।
এতে বলা হয়, পূর্ব এবং দক্ষিণ আফ্রিকার মতো যেসব দেশ এবং অঞ্চলে সবচেয়ে বেশি অর্থনৈতিক বিনিয়োগ হয়েছে, সেখানে অনেক ভাল অগ্রগতিও হয়েছে।”
এতে আরও বলা হয়, পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকাতেও এইডস এর নতুন সংক্রমণ একলাফে অনেক বেড়ে গেছে।
২০২২ সালে ১৩ লাখ মানুষ নতুন এইচআইভি সংক্রমিত হয়েছে এবং ৬ হাজার ৩০,০০০ জন এইডস-সম্পৃক্ত রোগে মারা গেছে বলে জানিয়েছে ইউএনএইডস।
(3)