সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন বছরের (২০১৬) প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথম কার্য দিবসে ভাষণ দিবেন। পরে এ ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে নিয়ম অনুযায়ি এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা রয়েছে। তবে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
২০ জানুয়ারি কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
এদিকে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন গত ৮ নভেম্বর শুরু হয়ে গত ২৩ নভেম্বর শেষ হয়। মোট ১২ কার্যদিবসের ওই অধিবেশনে ২৭টি সরকারি বিলের মধ্যে ১০টি বিল পাস হয়। ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৪২১টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১৮টি গৃহীত নোটিশের মধ্যে ৮টি আলোচিত হয়। এ ছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ১০৫টি ছিল।
এছাড়া বর্তমান সংসদের নবম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধির আওতায় একটি নোটিশের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।
নোটিশের প্রেক্ষিতে জাতিসংঘ পরিবেশ বিষয়ক চ্যাম্পিন অব দ্য আর্থ ও আইসিটি পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। অধিবেশনে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাবটি গৃহীত হয়। ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ১২৬টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ৪৪টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ২ হাজার ৫৯৫টি প্রশ্নের মধ্যে তারা ১ হাজার ৭৪৯টি প্রশ্নের জবাব দেন।
(1)