বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির জাতীয় কনভেনশনে এ ঘোষণা দেন তিনি নিজেই।
এর আগে গতবছর সেপ্টেম্বরে বিএনপি জোটে ভাঙন ধরিয়ে বেরিয়ে যায় শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)। ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ নামে নতুন ১০ দলের নতুন এক জোটের ঘোষণা দিয়ে নীলু সে সময় অভিযোগ করেছিলেন, ২০ দলের জোটে বিএনপি-জামায়াত সব সিদ্ধান্ত চাপিয়ে দিত।
নেজামী বলেন, সরকারের কোনো চাপ কিংবা বিএনপির প্রতি কোনো রাগ-ক্ষোভে নয়, দলকে গোছানোর জন্যই ২০ দলীয় জোট ছাড়ছি। এখন থেকে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইসলামী ঐক্যজোটের কোনো সম্পর্ক নেই। সবার অংশ গ্রহণে অবিলম্বে একটি জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব।
এ লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক তৎপরতায় মনোযোগী হবো।
(4)