খানজাহান আলী থানা প্রতিনিধি: গিলাতলা আদর্শ যুব পর্ষদের উদ্যোগে এবং ১নং আটরা গিলাতলা ও অভয়নগর সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের যৌথ সহযোগিতা আগামী ২৫ নভেম্বর ভৈরব নদীর সোনাতলা ঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সোনাতলা ঘাট সংলগ্ন গিলাতলা আদর্শ যুব পর্ষদের নিজস্ব কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন অভয়নগর সিদ্দিপাশা ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা আবুল কাশেম।
গিলাতলা আদর্শ যুব পর্ষদের সভাপতি শেখ আল আমিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোক্তার হোসেনের পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোয়ার ফরাজী, সংগঠনের উপদেষ্টা মোল্যা কওছার আলী, ইউপি সদস্য গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য মাহমুদ হাসান, সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের মেম্বর জিয়া হাসান মোল্যা. তরিকুল ইসলাম, ইসমাইল হোসেন, আকরাম হোসেন, এস এম শাহিদুজ্জামান। বক্তৃতা করেন শ্রমিক নেতা আমিনুল ইসলাম, সরদার সালেহ আহম্মেদ, খান আ. হালিম, খান শাহিন, মনিরুল ইসলাম, মিন্টু খান, রিপন, শেখ হায়দার আলী, খান রবিউল।
প্রস্তুতি সভায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ ও অভয়নগর সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সহ গিলাতলা আদর্শ যুব পর্ষদের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
(10)