ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিপোর্টিংয়ে সার্কভুক্ত দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আজ রবিবার ঢাকায় শুরু হচ্ছে ২ দিনব্যাপী সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টেন্টস্ (সাফা) আন্তর্জাতিক সম্মেলন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ ১৮ ও আগামীকাল ১৯ অক্টোবর রবি ও সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্যা ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট এন্ড একাউন্টেন্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) এ সম্মেলনের আয়োজন করেছে। এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে-শিল্প ও সেবাখাতের প্রসারে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করা। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে আইসিএমএবি এসব তথ্য জানান।
সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, নেপাল, ভূটান, পাকিস্তান, মালদ্বীপ,ভারত ও শ্রীলংকার সাফা সদস্যরা অংশগ্রহণ করছেন। প্রতিনিধিরা সম্মেলনের ৪টি কারিগরি সেশনে উপস্থিত থাকবেন। শিক্ষা, প্রশিক্ষণ ও কারিগরি ক্ষেত্রে সার্কভূক্ত দেশগুলোর হিসাববিদদের মধ্যে সহযোগিতা বাড়াতে ১৯৯৪ সালে সাফার জন্ম হয়।