আন্তর্জাতিক রেড ক্রস এর মুখপাত্র জানিয়েছে, লেবাননের সীমান্তের কাছে মাদায়া শহরে, তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্তের কাছে ইদলিব প্রদেশে ফুয়া ও কাফরায়া শহরে, সরবরাহ ত্রাণ সাহায্যের কনভয় পৌঁছেছে।
এই প্রচেষ্টা হচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস, সিরিয়ান রেড ক্রেসেন্ট এবং জাতিসংঘের মধ্যে এক যৌথ তৎপরতা। গত সপ্তাহে সিরিয়ান সরকার ত্রাণ সামগ্রী যেতে দেবে সে বিষয়ে রাজী হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হলো।
(4)