শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়ে বই ছাপা হবে এবং বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তা তুলে দেওয়া যাবে। ইতিমধ্যে মাধ্যমিক স্তরের ৭০ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। তবে প্রাথমিকের বই গেছে মাত্র ১ শতাংশ।
তিনি বলেন, কিছুটা জটিলতার কারণে প্রাথমিকের বই ছাপার কাজ একটু দেরিতে শুরু হয়েছে। এ জন্যই তা সরবরাহের সংখ্যা কম। তবে এ মাসের মধ্যে অধিকাংশ বই জেলা-উপজেলাগুলোতে চলে যাবে।
তিনি আরো বলেন, বই ছাপানো কার্যক্রম ও কাগজের মান সন্তোষজনক। এ ছাড়া ছয়টি কমিটি নিয়মিত বই ছাপানোর কাজ পরিদর্শন করছে। এ পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যায়নি।
(1)