এছাড়াও তিনি বেশ কয়েকটি সেতু, সড়ক ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রথমে সিলেটে সুরমা নদীর ওপর কাজীরবাজার সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সিলেট-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণের প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। এছাড়াও মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিস্থাপন করেন। এ সময় ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার রাজনীতিক ও সাধারণ মানুষের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এসব প্রকল্প যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
(0)