কেয়ামতের দিন মনে হয়ে সামনে চলে এসেছে। তবে সে কেয়ামত ভূমিকম্পের মধ্য দিয়ে হয়ে যাবে। আগামী এক বছরের মধ্যেই সেই কেয়ামত পৃথিবীতে দেখা দেবে। এমনই পূর্বাভাস দিয়েছে ইরানে জন্ম নেয়া ব্রিটিশ পরমাণু বিজ্ঞানী ড. মেহেরান কেশে। খবর দ্য সানডে এক্সপ্রেসের।
ড. মেহেরান কেশে বলেন, আগামীতে যে ভূমিকম্প পৃথিবীতে হবে সেটি হবে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প। এর মাত্রা হবে রিখটার স্কেলে ১০ থেকে ১৬ মাত্রা। এই ভূমি
ভূমিকম্প সৃষ্ট সুনামিতে পৃথিবীর ৪ কোটি লোক প্রাণ হারাবে। দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি বিশাল অংশ ধ্বংস হয়ে যাবে।
বিশ্বের অর্থনীতি এই ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে। চীন ও জাপান ক্ষতিগ্রস্ত হবে।
এ ধরনের ভূমিকম্প হোক সেটা চান না বিজ্ঞানী কেশে। তবে এই বিপদ টলানো যাবে না। এটা হবেই। বিজ্ঞানী কেশের বিশ্বাস এরকমই ।
এদিকে ভূমিকম্পের ভয়াবহতা বিবেচনা করে মহড়া শুরু করে দিয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র।
(0)