বারগেনল্যান্ড রাজ্যের পুলিশ প্রধান হ্যান্স পিটার দোস্কোজিল বলেন, বিষয়টি তত্ত্বাবধানের জন্য আমি হাঙ্গেরী সীমান্তে দাঁড়িয়ে আছি। অভিবাসীরা সীমান্ত পার হচ্ছেন। তিনি বলেন, আমরা আরো ১৭ থেকে ১৮টি ডবল-ডেকার বাসের জন্য অপেক্ষা করছি। অভিবাসীদের নিয়ে এগুলো ভিয়েনা এবং সম্ভবত জার্মানীর উদ্দেশ্যেও রওয়ানা দেবে।
(0)