পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ৫ দিন ব্যাপি চতুদর্শ খুলনা জেলা রোভার মুট এর সমাপনী অনুষ্ঠান শনিবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর মুট চীফ শিকদার রুহুল আমিন এর সভাপতিত্বে ও রোভার মুট এর সম্পাদক মাহমুদ হোসেন এবং প্রভাষক মোমিন উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা রোভার কমিশনার তাপস কান্তি সমদ্দার, জেলা রোভার মুট এর সহ-সভাপতি অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, বাগেরহাট জেলা রোভার সহ সভাপতি প্রফেসর বুলবুল কবীর, বিভাগীয় রোভার নেতা প্রফেসর শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক শংকর কুমার সানা, আসিফ আলতাফ, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, এড. মাসুম বিল্লাহ, প্রাক্তন অধ্যাপক জি এম এম আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম, জা আ ম আব্দুল হাকিম, ইলিয়াস হোসেন, আমান উল্লাহ, আব্দুর রাজ্জাক বুলি, প্রভাষক লিলিমা খাতুন, নাজমিন নাহার, লুৎফা ইসলাম, মাধুরী রাণী মন্ডল, মাহবুবা নাজনীন ইরানী, সুষ্মিতা সরকার, মাসুদুর রহমান মন্টু, তারেক আহমেদ, আছাবুর রহমান শিমুল, বৈশাখী চক্রবর্তী, সোমা রায়, কুসুম কলি সরকার, হারুন অর রশীদ, আসমা আক্তার, আমেনা খাতুন, মুন্নী খাতুন, বেলাল হোসেন, রঞ্জিতা সরকার, রাসেল কাগুজী, উজ্জল বিশ্বাস, প্রেসক্লাবের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী রোভারদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রোভার মুট এ ৪২টি রোভার দল অংশগ্রহণ করে।
(0)