কৃত্য পেশাভিত্তিক প্রশাসন গড়ে তোলা, ৮ম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলায় ইউএনও’র কর্তৃত্ব বাতিল, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ এবং নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষন বাতিলÑ এমন ৬ দফা দাবীতে তালায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় তালা উপজেলা পরিষদ’র সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তালার ১৬ টি সরকারি দপ্তরের সকল কর্মকর্তা অংশগ্রহন করেন। তালা উপজেলা প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি মানববন্ধনের আয়োজন করেন।
গত ২৪/১০/২০১৫ ইং তারিখে ঢাকায় অনুষ্ঠিত প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির কেন্দ্রীয় মহাসমাবেশ’র সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশের ন্যায় এদিন তালায় মানব বন্ধন এর আয়োজন করা হয়।
মানব বন্ধনে তালার প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির আওতাভুক্ত ১৬টি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় দেশব্যাপি চলমান যৌাক্তিক আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করা হয়। এছাড়া অবিলম্বে দাবীসমূহ বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করা হয়।