খানজাহান আলী থানা প্রতিনিধি: খুলনা জেলা পরিষদ নির্বাচনে দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ৭নং ওয়ার্ডের সদস্য হিসাবে জাতীয় শ্রমিক লীগ খানজাহান আলী থানার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু হাতি প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ভোটযুদ্ধে বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন(টিউবয়েল) এবং শ্রমিক লীগ নেতা সাইফুল ইসলাম (হাতি)উভয় ২৯টি করে ভোট পেয়ে ড্র করে। পরে লটারীতে সাইফূল ইসলাম বাবুর ভাগ্য নিধারণ হয় তিনি বেসরকারি ভাবে নির্বাচিত হন।
এর আগে সকাল ৯টায় দিঘলিয়া উপজেলা পরিষদে ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে চলে ইভিএমএ ভোটগ্রহণ। দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৮১জন জনপ্রতিনিধি ভোটারের মধ্যে সম্প্রতি সন্ত্রাসীদের হাতে নিহত বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন মারা যাওয়ায় তিনি ছাড়া ৮০জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
সংশ্লিষ্ট সুত্রে প্রাপ্ত তর্র্থ্যে নির্বাচনে ভোটগ্রহণ শেষে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফূল ইসলাম বাবু হাতি প্রতিকের প্রাপ্ত ভোট ২৯টি, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন টিউবয়েল প্রতিকের প্রাপ্ত ভোট ২৯টি এবং এই ওয়ার্ডের বর্তমান সদস্য ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন তালা প্রতিক পান ২২ ভোট। নির্বাচনে মো. সাইফূল ইসলাম বাবু হাতি প্রতিকের সাথে বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন টিউবয়েল প্রতিকের প্রাপ্ত ভোট সমান হওয়ায় ফলাফলা নির্ধারণ হয় লটারীতে। ভোটযুদ্ধে ড্র হওয়া খূলনা জেলা রিটানিং কর্মকর্তার নির্বাচনি কক্ষে দুই প্রার্থীর মধ্যে লটারীতে হাতি প্রতিকের সাইফুল ইসলাম বাবু জয়লাভ করায় রির্টানিং কর্মকর্তা তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করেন।
নির্বাচনে জয়লাভের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় খুলনা জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো. সাইফুল ইলসাম বাবু দিঘলিয়া উপজেলার সকল জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।
অভিনন্দন জানিয়েছেন যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনসহ সকল সদস্য বৃন্দ।
(27)