পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ড যুব সমাজ আয়োজিত ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুক্রবার সন্ধ্যায় ৩নং ওয়ার্ডের সরদার পাড়ায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত টুর্নামেন্টে এনামুল-মেহেদী জুটিকে ২-০ ব্যবধানে পরাজিত করে বাদশা-মুরশিদ জুটি বিজয়ী হয়।
খেলা শেষে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুল গফফার মোড়লের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর।
উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক কাউন্সিলর ফাতেমা খাতুন, রাফেজা খানম, সুভাষ মন্ডল, বিল্লাল মোড়ল, কওছার আলী গোলদার, শহিদুল ইসলাম, হযরত আলী, যোগেশ মন্ডল, শুভ, আশরাফুল ইসলাম টুটুল, সাইফুল ইসলাম, মিনারুল ইসলাম, আব্দুস সালাম ও শাহীন।
(11)