পাইকগাছায় এমপি নুরুল হকের আশু সুস্থতা কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ উদ্যোগে সোমবার সন্ধ্যায় বাতিখালী হরিতলা মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজিত কুমার মন্ডল, শিক্ষক অখিল রঞ্জন সরকার, সংগঠনের পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, ঐক্য পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, অনাথ বন্ধু সরদার, হেমেশ চন্দ্র মন্ডল, কৌস্তভ রঞ্জন সানা, ডাঃ শংকর দেবনাথ, বিমল পাল, অসীম দাশ, অশোক অধিকারী, পঞ্চানন সানা, গৌতম মন্ডল, বিভাষ চন্দ্র বাছাড়, গৌরাঙ্গ মন্ডল, সুভাষ সরকার, অখিল মন্ডল, প্রমথ রঞ্জন সানা, বিভাসেন্দু সরকার, বাবুরাম মন্ডল, দীপক মন্ডল, সুবোধ চন্দ্র বাছাড়, কনেক সরকার, শংকর দত্ত, সুনিল মন্ডল, দীপংকর মন্ডল, চিত্ত রঞ্জন বাছাড়, ডাঃ সঞ্জিব সরকার, সুভাষ মন্ডল, গোবিন্দ লাল, সুশান্ত মন্ডল, পবিত্র রায়, বিকাশ চন্দ্র মন্ডল, রবি শংকর, সেবানন্দ রায়, পিন্টু লাল দে প্রমুখ।
//মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(1)