Breaking News

মনিরামপুরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সচেতনতা মুলক গেম শো অনুষ্ঠিত

DSCN7893রোববার দুপুর ১টায় যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সচেতনতামুলক গেম শো অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি’র অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও পরিত্রাণ এর সহযোগিতায় প্রটেক্টিংহিউম্যান রাইটস্(পিএইচআর) প্রোগ্রামের আওতায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাধ্যমিক স্কুলপর্যায়ে এ সচেতনতামুলক গেম শো অনুষ্ঠিত হয়। বালিকাদের স্লোসাইকেল চালানো, জেন্ডার ভিত্তিক প্রশ্নউত্তর দৌড় ও সচেতনতামুলক লুডু গেম অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন পরিত্রাণ এর প্রজেক্ট অফিসার মোঃ রবিউল ইসলাম ডেপুটিপ্রজেক্ট অফিসার তপন কুমার দাস। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধানশিক্ষক মো: মহিউদ্দীন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রিজিওন্যাল প্রজেক্ট ম্যানেজার মো: শাহরিয়ার মান্নান। স্কুল কমিটির সভাপতি মো: গোলাম হোসেন, মো: জাকির হোসেন, মাহাবুব আলম, মো: লিয়াকত আলী খান, পরিতোষ কুমার দাস, রওশন আরা খাতুন, প্রদীপরায়, সুরা্ইয়া পারভীন, মো: ইউনুস আলী, কালিদাস চক্রবর্ত্তী, সাধনামন্ডল, রেহেনা পরভীন, মো: জিয়াউর রহমান, মো: আকেরআলী, আজমউদ্দীন, মো: মিজানুর রহমান, আনোয়ার হোসেন, রহিমা খাতুন সহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

//মোঃ রবিউল ইসলাম, মনিরামপুর, যশোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *