সাঈদুর রহমান সাঈদ, কেশবপুর, যশোর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেন, ভালো বই পড়া মানে সেরা মানুষের সাথে কথা বলা। বই হল মানুষের সবচেয়ে ভাল বন্ধু। বই পড়ার অভ্যাস মানুষকে আলোকিত করে। মানুষকে উন্নত করে। রবিবার আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর বার্ষিক মূল্যায়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে ও শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সঞ্চালনায় উপজেলা উপদেষ্টা কমিটি ও সংগঠক বৃন্দের অংশ গ্রহণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেকায়েপ প্রকল্পের টিম লিডার উপ-সচিব শরীফ মোঃ মাসুদ, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর বিভাগীয় সমন্বয়কারী প্রদীপ কুমার, উপজেলা প্রোগ্রাম অফিসার ইব্রাহীম হোসেন প্রমুখ।